বিজ্ঞাপন

মন্ত্রিসভা পুনর্বিন্যাস, দায়িত্ব কমলো ৩ মন্ত্রীর

May 19, 2019 | 5:22 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় মন্ত্রিসভার সদস্যদের কয়েকজনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অন্তত তিন জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বভার কমেছে। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- ট্রেনে নিজে বাড়ি না গেলে টিকিট পাবেন না মন্ত্রী-এমপি-সচিবরা

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ সংসদের মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মোস্তাফা জব্বারকে কেবল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্বে রাখা হয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জুনাইদ আহমেদ পলক একই দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকা তাজুল ইসলাম এখন কেবল স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যও এখন কেবল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন- শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

এর বাইরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর এই প্রথম মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসলো।

সারাবাংলা/এনআর/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন