বিজ্ঞাপন

 ৪ জুন খোলা থাকছে বিএসএমএমই’র বহির্বিভাগ

June 1, 2019 | 5:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদুল ফেতরের ছুটির মাঝে আগামী ৪ জুন মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১ জুন) এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটিতে হাসপাতালের কাজকর্ম যেন ব্যাহত না হয়। সে জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সেখানে আরও বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ (৪ জুন ছাড়া), বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে এ তিনদিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগ ও হাসপাতালের ইনডোর সেবা চালু থাকবে।

বিজ্ঞাপন

ঈদের পর ৭ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন থেকে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন