বিজ্ঞাপন

আজকেই জানা যাবে প্রধান বিচারপতির নাম : আইনমন্ত্রী

February 2, 2018 | 1:36 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,  আজকের মধ্যেই (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আইনমন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি কে হচ্ছেন এটা বলা মুশকিল। কাকে তিনি বিচারপতি নিয়োগ তা রাষ্ট্রপতির এখতিয়ার। তবে দুপুরের পর যে কোনো সময় নতুন বিচারপতির নাম ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ধারাটি নিয়ে সমালোচনা হচ্ছে। খুব শিগগিরই যাচাই-বাছাই শেষে ধারাগুলোকে গণমাধ্যমের সামনে ধারাগুলো স্পষ্ট করা হবে।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছে। বিচারও করছে স্বাধীন আদালত। এ রায়ে কারো কোনো হস্তক্ষেপ নেই।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন