বিজ্ঞাপন

চতুর্থ দ্রুততম হয়ে ওয়ানডেতে ফিজের সেঞ্চুরি

July 5, 2019 | 6:49 pm

বিশ্বকাপ ডেস্ক

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লর্ডসে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি করার সুযোগ ছিল ফিজের সামনে। তাতে কাটার মাস্টারের দরকার ছিল আর মাত্র দুটি উইকেট। ম্যাচ শেষে ফিজের বোলিং ফিগার দাঁড়ায় ১০-০-৭৫-৫। ব্যাক টু ব্যাক ম্যাচে ফিজ পেলেন ৫ উইকেট।

বিজ্ঞাপন

পাকিস্তানি ব্যাটসম্যান সেঞ্চুরিয়ান ইমাম উল হককে ইনিংসের ৪২তম ওভারে ফিরিয়ে দেন মোস্তাফিজ। হিট আউট হয়ে ফেরেন ইমাম। এক ওভার পর ৬ রান করা হারিস সোহেলকেও বিদায় করেন মোস্তাফিজ। তাতে ওয়ানডে ক্যারিয়ারে ১০০ উইকেটের মালিক হন ফিজ। পরে ফিরিয়েছেন আরও তিন পাকিস্তানি ব্যাটসম্যানকে। শেষ ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন।

মোস্তাফিজের সুযোগ থাকছে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার। মাত্রই খেলতে নেমেছেন ৫৪তম ওয়ানডে ম্যাচ আর ৫৩তম ইনিংস। ১০০ উইকেটের দ্রুততম শিকারি হিসেবে ফিজের নাম ঢুকে গেল চার নম্বরে। ৪৪ ইনিংসে দ্রুততম ১০০ উইকেট পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৫২ ইনিংসে মিচেল স্টার্ক, ৫৩ ইনিংসে সাকলাইন মুশতাক এবং মোস্তাফিজ, ৫৪ ইনিংসে শেন বন্ড ১০০ ওয়ানডে উইকেট নিয়েছেন। তবে, বাংলাদেশি বোলার হিসেবে সবার আগে এই ক্লাবের সদস্য মোস্তাফিজ। আব্দুর রাজ্জাক ৬৯ ইনিংসে, মাশরাফি ৭৮ ইনিংসে, রুবেল হোসেন ৮০ ইনিংসে, সাকিব আল হাসান ৮৭ ইনিংসে আর মোহাম্মদ রফিক ১০৩ ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন।

এর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র ২৮ রানের ব্যবধানে। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটিকে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, ভারতের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ঠান্ডা মাথার খুনে ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক আর মোহাম্মদ শামিকে সাজঘরের পথ দেখান দ্য ফিজ।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবহেলিত কাটার মাস্টারের ইনিংস শেষে বোলিং ফিগার দাঁড়ায় ১০-১-৫৯-৫। ওয়ানডেতে ৫৩ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট তুলে নেন মোস্তাফিজ। আজকের ৫ উইকেট নিয়ে ফিজের এই সংখ্যাটা এখন পঞ্চমবারে গিয়ে ঠেকলো। দ্বাদশ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইনিংস শেষে ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে মোস্তাফিজ উঠেন দুই নম্বরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজ ৬৭ রানে নিয়েছেন তিনটি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ রান খরচায় পান একটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৩২ রান খরচায় পান দুটি উইকেট। আর সবশেষ ভারতের বিপক্ষে ৫৯ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন