বিজ্ঞাপন

পদ্মাসেতু নিয়ে গুজব, চট্টগ্রামে যুবক আটক

July 12, 2019 | 11:12 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: পদ্মাসেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে বলে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত দেড়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. আরমান (২০)। তৈলারদ্বীপ গ্রামে তার পোল্ট্রি ফার্মের ব্যবসা আছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের উপপরিচালক মেজর মেহেদী হাসান।

মেজর মেহেদী সারাবাংলাকে বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফেসবুকে ক্রমাগতভাবে আরমান গুজব ও আতঙ্ক ছড়িয়ে আসছিল। টেলিভিশনের স্ক্রলের মতো করে ‘এইমাত্র পাওয়া’ লিখে সে গুজব ছড়াচ্ছিল। চার শিশু গায়েব, আতঙ্কে গ্রামছাড়া এলাকাবাসী—এই ধরনের নানা মিথ্যা তথ্য সে পরিবেশন করছিল।’

বিজ্ঞাপন

গুজব ছড়ানোর অভিযোগে আরমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন