বিজ্ঞাপন

ভারতে শিশু যৌন নিপীড়নের শাস্তি সংক্রান্ত বিল পাস

July 28, 2019 | 5:08 pm

রোকেয়া সরণি ডেস্ক।।

ভারতে শিশুদের ওপর যৌন নিপীড়নের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালুর সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার (২৪ জুলাই) দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বা রাজ্যসভা এ সংক্রান্ত বিল পাস করে। সংশোধিত এই বিলে শিশু পর্ণোগ্রাফি বন্ধেরও ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শিশু যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত নতুন এই বিল ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’-এ বলা হয়, শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা প্রমাণিত হলে অপরাধীর কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড হবে। আর এতে সর্বোচ্চ শাস্তি হবে মৃতুদণ্ড।

এই বিলের মধ্য দিয়ে ভারতের সরকার প্রথমবারের মতো শিশু পর্ণোগ্রাফির সংজ্ঞা নির্ধারণ করেছে। এছাড়া অপরাধীর তিন বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। রাজ্যসভায় পাস হওয়া এই বিল এবার পাঠানো হবে লোকসভায়।

ভারতে শিশু যৌন নিপীড়ন বেড়ে যাওয়ায় এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা, তর্ক-বিতর্ক চলছিল অনেকদিন ধরেই। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি এই বিলের ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘শিশু যৌন নিপীড়নের ঘটনাগুলো যেন দ্রুত বিচারের আওতায় আসতে পারে, এজন্য সরকারের পক্ষ থেকে ১ হাজার ২৩টি নিম্ন আদালতের (ফাস্ট ট্রাক কোর্ট) ব্যবস্থা করা হয়েছে। যার সবগুলোই ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ বিল অনুযায়ী পরিচালিত হবে।’’

শিশুদের ওপর ঘটা যৌন নিপীড়নের অনেক ঘটনা বিচারের আওতায় আসে না উল্লেখ করে স্মৃতি ইরানি বলেন, ‘অনেকক্ষেত্রেই এই ঘটনাগুলো কার্পেটের তলায় ঢাকা পড়ে যায়।’

তবে নিম্ন আদালতকে উদ্দেশ্য করে তৃণমূল সদস্য ডেরেক ও ব্রায়েন বলেন, ‘এই আদালতের বেশিরভাগ মামলায় ঘটনার ভয়াবহতা সম্পর্কে ভালোভাবে উল্লেখ থাকে না। এছাড়া যৌন নিপীড়নের শিকার কোনো শিশুর পরিবারের সঙ্গী হয় না তারা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন