বিজ্ঞাপন

ডেঙ্গু ছাড়া কেউ আমাকে কাবু করতে পারেনি: অর্থমন্ত্রী

August 25, 2019 | 7:58 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু ছাড়া কেউ আমাকে কাবু করতে পারেনি। বাজেটের ২ দিন আগে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বাজেট উপস্থাপন করতে পারেনি। সেদিন আমার কি হয়েছিলো আমি জানি না।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) বিকেলে কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হয়তো এটা আমার জন্য দ্বিতীয় জীবন। বাজেট উপস্থাপনের সময় সাত মিনিট আমার কোনো জ্ঞান ছিলো বলে আমি মনে করি না। সাত মিনিট আমার কিভাবে কেটেছে আমি জানি না।’

জাতির পিতাকে অন্তরে ধারণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা জাতির পিতাকে অন্তরে ধারণ করি। তিনি একটি নাম যার নাম বাংলাদেশ।তিনি একটি পতাকার নাম লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু আমাদের মাঝে ছিলেন আছেন এবং থাকবেন। যারা ভেবেছিলেন বঙ্গবন্ধুকে শেষ করে দিতে পারলেই তাকে হৃদয় থেকে মুছে ফেলা যাবে তারা কিন্তু ভুল করেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও অনেক কিছু করে যেতে পারতেন। এই পৃথিবী যতোদিন থাকবে, এই ধরিত্রী যতোদিন থাকবে তথা আমাদের আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে ততদিন স্মরণ করবে।’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘১৯৭৫ সালে শেখ হাসিনা বেঁচে গেলেও ২০০৪ সালের ২১ আগস্ট তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিলো। আর এই সবকিছু একই ষড়যন্ত্রে গাঁথা। এই ষড়যন্ত্র এখনো চলছে। মৃত্যুর পরে মোস্তক শেষ হয়ে যায়নি। মোস্তাক-মীর জাফররা এখনও আছে। এই সকল বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

রাষ্ট্রয়াত্ত ৪ ব্যাংককে আর অর্থ বরাদ্দ নয়: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা যদি সততার সঙ্গে দেশ গড়ার কাজ করি তাহলে বঙ্গবন্ধু চিরদিন বাংলার মাটিতে জীবিত থাকবেন। ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু অনেক কাজ করে গেছেন।’

আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার, কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম-কমিশনার, ডেপুটি কমিশনার ও বিভিন্ন সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন