বিজ্ঞাপন

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

September 10, 2019 | 12:48 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক হোসেন মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিদ্দিক হোসেনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট আটজনের মৃত্যু হলো।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন আরও জানান, সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৮৭ জন। এদের মধ্যে ১ হাজার ৬২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ৩৬০ জনকে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৪ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন