বিজ্ঞাপন

হংকং আন্দোলনে সবচেয়ে সংঘাতময় দিন, গুলিবিদ্ধ ১, আটক ১৮০

October 2, 2019 | 11:09 am

আন্তর্জাতিক ডেস্ক

চীনে কমিউনিস্ট পার্টির শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় দিবস উদযাপিত হয়। এ দিনেই চীন থেকে ১২০০ মাইল দূরে হংকংয়ে আন্দোলকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। হংকং পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

চীনের জাতীয় দিবসকে হংকংয়ে ঘোষণা করা কয় শোক দিবস হিসেবে। দিনব্যাপি হংকং প্রশাসন এবং চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ ও অনাস্থা দেখিয়ে বিভিন্ন কর্মসূচি দেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। সকালে হংকংয়ের বিভিন্ন এলাকা থেকে পদযাত্রা বের হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেট এবং বুলেট ব্যবহার করে। পুলিশের ছোঁড়া ছয় রাউন্ড গুলির মধ্যে এক রাউন্ড গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী একজন আন্দোলনকারী।

পুলিশের হামলার জবাবে আন্দোলনকারীরাও পেট্রোল বোমা ছোঁড়ে। যে কারণে হংকংয়ের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮০ জন আন্দোলনকারীকে আটক করে।

এছাড়াও গুলিবিদ্ধ ও আহত হয়ে আনুমানিক ২০ জন আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ২৫ জন সদস্যও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি বছরই চীনের জাতীয় দিবসে হংকংয়ে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি দেওয়া হয়। কিন্তু এবার হংকংয়ের প্রেক্ষাপট একটু ভিন্ন। প্রায় চার মাস ধরে সেখানে গণতন্ত্রপন্থি আন্দোলন চলমান রয়েছে। বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন বর্তমানে সরকার বিরোধী পাঁচ দফা আন্দোলনে রূপ নিয়েছে।

পুলিশের মুখপাত্র লো বিবিসিকে জানিয়েছেন, সাং ছি কিন যে গুলিবিদ্ধ হয়েছেন, তাতে পুলিশের তিনি কোন দোষ দেখছেন না। সাং ছি কিন যেভাবে পুলিশকে আক্রমণ করেছিলেন তাতে পুলিশের জীবন হুমকির সম্মুখীন ছিল আর ওই অবস্থায় গুলি ছোঁড়া আইনগতভাবে সম্পূর্ন বৈধ এবং যৌক্তিক।

উল্লেখ করা যায় যে, আন্দোলন শুরু হওয়ার পর মঙ্গলবারই (১ অক্টোবর) প্রথম পুলিশ আন্দোলনকারিদের লক্ষ্য করে এত কাছ থেকে গুলি করেছে। এবং এখন পর্যন্ত এই আন্দোলন থেকে সর্বোচ্চ সংখ্যক ১৮০ জনকে আটক করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন