বিজ্ঞাপন

আইএস প্রধান বাগদাদি নিহত

October 27, 2019 | 7:56 pm

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান। খবর সিএনএন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, শনিবার (২৬ অক্টোবর) সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বাগদাদিকে লক্ষ্য করে চালানো এক অভিযানের সময় তার পরনে থাকা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান।

এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদিকে লক্ষ্য করে মার্কিন অভিযান শুরু হয়। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে বাগদাদির অবস্থান লক্ষ্য করে কমান্ডো অভিযানটি চলে। ওই হামলায় নিহতদের ডিএনএ পরীক্ষা করে আইএস প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করে পেন্টাগন।

বাগদাদির নিহতের খবর ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প মার্কিন অভিযানে সহায়তা করার জন্য ইরাক, রাশিয়া, তুরস্ক ও কুর্দিদের ধন্যবাদ জানান। জানা যায়, ইরাকের গোয়েন্দা সংস্থা ও কুর্দি বিদ্রোহীরা বাগদাদির অবস্থান নিশ্চিত করে। তাদের তথ্যের ভিত্তিতে মার্কিন কমান্ডোরা এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন