বিজ্ঞাপন

কুষ্টিয়ায় শিশু সাবিহা হত্যাকাণ্ডে একজনে মৃত্যুদণ্ড

October 29, 2019 | 6:05 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় শিশু সাবিহাকে ধর্ষণের পরে হত্যার অপরাধে মামলার একমাত্র আসামি আবু তালেবকে (৩৮) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। সে সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

আবু তালেবের বাড়ি উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামে। তার বাবার নাম রওশন আলী। মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাবিহা নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টায় বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবিহাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সাবিহার বাবা ভাষা আলী বাদী হয়ে দণ্ডবিধির ৯(২) ধারায় মিরপুর থানায় মামলা করেন। ওই বছরের ১২ ডিসেম্বর প্রতিবেশী আবু তালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন