বিজ্ঞাপন

করবিনের ভয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছে বিলিওনিয়াররা!

November 1, 2019 | 6:05 pm

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের ডিসেম্বরেই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। অনেকের মতে কনজারভেটিভদের হারিয়ে লেবার নেতা জেরেমি করবিনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে নির্বাচনে জয়লাভের।

বিজ্ঞাপন

শ্রমিকবান্ধব ও কিছুটা বাম মতাদর্শের অনুসারী করবিনকে পুঁজিবাদীরা ভালোভাবে দেখবে না তাই স্বাভাবিক। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, দেশটির অনেক বিলিওনিয়ার ভাবছেন তারা দেশ ছেড়ে চলে যাবেন। যাতে করবিনের শাসনামলে করের ঝামেলায় পড়ে তাদের সম্পদের ক্ষয়ক্ষতি না হয়।

সানডে টাইমসের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, অন্তত ১ ট্রিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রেক্সিটের চেয়ে ব্যবসায়ীরা করবিনকে নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত বলে গ্রাহকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কুইন’স ব্যাংক।

যেমন মিলিওনিয়ার আলফি বেস্ট বলেছেন তিনি তার সম্পদের ২৮৫ মিলিয়ন পাউন্ড নিয়ে যাবেন যদি করবিন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বিজ্ঞাপন

২০১৯ সালে পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের ১ হাজার জন শীর্ষ সম্পদশালী ব্যক্তি ৭৭১.৩ বিলিয়ন পাউন্ড অর্থ-সম্পদের মালিক।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন