বিজ্ঞাপন

ট্রলারের ইঞ্জিন বিকল, ঠেঙ্গর চরে আটকা পড়েছেন ১৪ জেলে

November 9, 2019 | 9:40 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার ঠেঙ্গর চরে ১৪ জন জেলে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তিন দিন আগে তারা হাতিয়া উপজেলায় সাগরের মোহনায় মাছ শিকারে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান হাওলাদার সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলাল মাঝির নেতৃত্বে ১৪ জন জেলে মাছ শিকারে গিয়েছিলেন। আজ বিকেলে ফিরে আসার সময় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। তারা বৈঠা বেয়ে ঠেঙ্গর চর উঠে আটকা পড়েছেন। শনিবার রাত ৮টা পর্যন্ত কেউ তাদের উদ্ধার করতে যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানার পরে হাতিয়া থানার সহায়তা চেয়েছি। আশা করছি, আটকা পড়া জেলেদের দ্রুত উদ্ধার করা হবে।

বিজ্ঞাপন

এর আগে উপজেলার ঢালচর থেকে ১৭ জন জেলেকে উদ্ধার করেন স্থানীয়রা। এদিন রাতে সাগরের মোহনায় মাছ ধরার সময় তাদের ট্রলারটি ডুবে যায়। ১৭ জনের বাড়ি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। নূর ইসলামের নেতৃত্বে তারা মাছ শিকারে গিয়েছিলেন।

সারাবাংলা/এটি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন