বিজ্ঞাপন

রাজাকারের তালিকায় ৬০ কোটি টাকা খরচের সংবাদ অসত্য: মোজাম্মেল হক

December 19, 2019 | 2:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘রাজাকারের তালিকা তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এ তালিকা প্রণয়নে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্ন আসে না। এটি একটি অসত্য তথ্য।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বিজ্ঞাপন

তাছাড়া এ ধরনের খবর প্রকাশ থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, ‘এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করে, ‘রাজাকারের তালিকা তৈরিতে ব্যয় হয়েছে ৬০ কেটি টাকা।’

এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে রাজাকারের তালিকা তৈরির বাজেট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে দোষারোপ করে সমালোচনা করেন অনেকে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুফি আব্দুল্লাহিল মারুফের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রথম দফায় সারাদেশের ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে সেই তালিকায় মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের নাম থাকায় সেই তালিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হওয়ায় বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন। ব্যাখ্যায় তিনি জানান, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকাটি তৈরি করেনি বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে।’ এছাড়া তিনি বলেন, ‘ভুলভাবে কারও নাম তালিকাভুক্ত হয়ে থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তাদের নাম বাদ দেওয়া হবে।’

আরও পড়ুন: রাজাকারের তালিকা নিয়ে বিজ্ঞপ্তিতে ‘ব্যাখ্যা’ দিলেন মন্ত্রী

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন