বিজ্ঞাপন

শামসুল আরেফীনের ‘আহমদ ছফার অন্দরমহল’

February 11, 2020 | 4:54 pm

প্রাণের মেলা ডেস্ক

চট্টগ্রামের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান বলাকা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লোকগবেষক ও কবি শামসুল আরেফীনের গবেষণাগ্রন্থ ‘আহমদ ছফার অন্দরমহল’। বাংলা সাহিত্যের অসামান্য লেখক, কথাশিল্পী ও বুদ্ধিজীবী আহমদ ছফাকে নিয়ে রচিত গ্রন্থটি এবারের (২০২০) বাংলা একাডেমি বইমেলায় ও চট্টগ্রামের বইমেলায় দ্বিতীয়বারের মতো প্রকাশিত হলো।

বিজ্ঞাপন

এই গ্রন্থটি ২০০৪ সালের একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয় বলাকা প্রকাশন থেকে। তখন গ্রন্থটি সাড়া জাগায়, বেশ প্রশংসিত হয় এবং দ্রুত ফুরিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক, জাতীয় অধ্যাপক, ভারতের পদ্মভূষণ পদকপ্রাপ্ত ড. আনিসুজ্জামান তখন এই গ্রন্থটি সম্পর্কে লিখেছিলেন: “আহমদ ছফার মতো প্রতিভাবান লেখকের অকালমৃত্যুতে তার সম্পর্কে যে অনেক লেখা প্রকাশিত হবে, তা স্বাভাবিক। এসব লেখায় আবেগ আছে, স্মৃতির সঞ্চয় আছে, তার চিন্তাধারা ব্যাখ্যার চেষ্টা আছে, তার রচনার বিশ্লেষণ আছে। ‘আহমদ ছফার অন্দরমহল’ বইতে শামসুল আরেফীন প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে তার জীবনকাহিনী পুননির্মাণ করার চেষ্টা করেছেন এবং আহমদ ছফার পত্রগুচ্ছ সংকলন করে তার মানসপ্রকৃতি উদঘাটনের প্রয়াস পেয়েছেন। এ ধরনের উদ্যোগ অল্প সময়ে সম্পূর্ণ হওয়ার নয়, তবু তার মূল্য আছে। কিছু পুনরুক্তি থাকা সত্ত্বেও রচনাটি পাঠযোগ্য। আহমদ ছফাকে যাঁরা ভালোবাসেন, যাঁরা বুঝতে চান, যাঁরা বিশ্লেষণ করতে চান, এ-বই তাঁদের সবার কাজে আসবে। এ বইয়ের লেখক ও প্রকাশককে এই সাধু প্রয়াসের জন্য আমি ধন্যবাদ জানাই”।

এরপর পাঠকের কাছ থেকে গ্রন্থটি পুনরায় প্রকাশের তাগাদা থাকলেও নানা কারণে প্রকাশ করা সম্ভব হয়নি। গ্রন্থটি প্রথম প্রকাশিত হওয়ার পর প্রায় ১৬ বছর গত হলেও এখনও পাঠকের কাছে তার ব্যাপক চাহিদা বিদ্যমান থাকায় গ্রন্থটি আবার প্রকাশিত হলো।

দ্বিতীয় সংস্করণে গ্রন্থটিকে আগাগোড়া নতুন করে সাজানো হয়েছে। এতে ৬ পর্বের আলোচনা রয়েছে। ‘আহমদ ছফার অপ্রকাশিত পত্রগুচ্ছ’ পর্বে আহমদ ছফার আরও ১০টি চিঠি যুক্ত করে সর্বমোট ৬২টি চিঠি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও আহমদ ছফাকে লেখা পত্র, আহমদ ছফা সংক্রান্ত পত্র, জীবনপঞ্জি, গ্রন্থপঞ্জি ও বংশলতিকা উপস্থাপন করা হয়েছে। ফলে বলা যায়, এই দ্বিতীয় সংস্করণ মূলত পরিবর্ধিত, পরিমার্জিত ও সংশোধিত সংস্করণ।

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন