বিজ্ঞাপন

খালেদাকে ছাড় দেওয়ার চেষ্টা হবে ভুল সিদ্ধান্ত: ইনু

February 18, 2020 | 2:05 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে যারা হৈ চৈ করছে এবং ছাড় দেওয়ার চেষ্টা করছে তারা রাজনীতির মাঠে ভুল করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল এই আলোচনা সভার আয়োজন করে।

ইনু বলেন, ‘রাজনীতির মাঠে সহাবস্থান, গণতন্ত্রের দোহাই দিয়ে মীমাংসিত বিষয় অমীমাংসিত করার চিহ্নিত সাম্প্রদায়িক চক্র জামায়াত-বিএনপিকে ছাড় দেওয়ার রাজনীতি যারা করছেন এবং তাদের শক্তিশালী করার যারা চেষ্টা করছেন, তারা ভুল করছেন। বিরোধী দলকে টিকিয়ে রাখার নামে রাজাকারকে ছাড় দেওয়া, জঙ্গিদের রাজনীতিতে ছাড় দেওয়ার কোনো মানে হয়না। কিছু বিষয়ে আপস হয় না।’

সাম্প্রদায়িক জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীরা পরাজিত হয়েছে কিন্তু আত্মসমর্পণ করেনি উল্লেখ করে জাসদ নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র যদি রাজনীতির মাঠ দখল করে তবে বাংলাদেশ সাম্প্রদায়িকতার আগুনে জ্বলসে যাবে। তাদের এক চুলও ছাড় দেওয়া উচিৎ হবে না। তাদের সঙ্গে সহাবস্থান করাও উচিৎ হবে না।‘

বিজ্ঞাপন

কমরেড তোয়াহা সম্পর্কে ইনু বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নির্মাতাদের মধ্যে তিনি একজন। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সকল অসাম্প্রদায়িক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। শেখ হাসিনার নেতৃত্বে ১০ দলীয় জোটে যোগ দিয়েছিলেন, তা দেখে সবাই অবাক হয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন দুরদৃষ্টিসম্পন্ন। জাতির প্রয়োজনে ঐক্য করতেন এবং সংগ্রাম করতেন। আমাদের তার চেতনা ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন