বিজ্ঞাপন

ট্রাকচাপায় নিভলো এসআই মিল্টনের জীবনপ্রদীপ

March 9, 2020 | 1:32 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চুয়াডাঙ্গা: নিজের মোটরসাইকেলে চেপে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক মিল্টন সরকার (৩৪)। কিন্তু উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক থামিয়ে দিয়েছে তার জীবনের গতি।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে। তিনি ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত মিল্টনের একটি মেয়ে আছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, মিল্টন সরকার কর্তব্য পালনের জন্য থানা থেকে নিজের মোটরসাইকেলে রওনা দেন। পথে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দামুড়হুদার ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মিল্টনের মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বিজ্ঞাপন

ময়নাতদন্ত শেষে সোমবার (৯ মার্চ) মিল্টন সরকারের মৃতদেহ তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বা ট্রাকটিও জব্দ করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন