বিজ্ঞাপন

টি-টেন লিগে ৬ বাংলাদেশি ক্রিকেটার

December 24, 2020 | 4:48 pm

স্পোর্টস ডেস্ক

আলোচিত আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার ড্রাফট হয়ে গেল বুধবার (২৩ ডিসেম্বর)। ড্রাফটে দল পেয়েছেন অর্ধডজন বাংলাদেশি ক্রিকেটার। দল পাওয়া ছয় ক্রিকেটার হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মুক্তার আলি ও নাসির হোসেন।

বিজ্ঞাপন

পেসার তাসকিন আহমেদ, স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেস অলরাউন্ডার মুক্তার আলিকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। দুই তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে নিয়েছে বাংলা টাইগার্স। আর অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে নিয়েছে পুনে ডেভিলস।

ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারা নাসির হোসেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারেননি। গত মার্চের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তবুও বাংলাদেশি অলরাউন্ডারের ওপর ভরসা রেখেছে পুনে ডেভিলস।

বাংলাদেশি ক্রিকটারদের মধ্যে ড্রাফটে আরও ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরা। টুর্নামেন্টে তাদের পাওয়া যাবে না বলেই হয়তো কোনো দল ডাকেনি তাদের।

বিজ্ঞাপন

জানুয়ারি থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টেন লিগ শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। ফলে স্বাভাবিকভাবেই টি-টেনে খেলার সুযোগ পাবেন না বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসানরাও নির্বাচকদের ভাবনায় থাকার কথা। তেমনটা হলে তাদেরকেও পাবে না টি-টেন লিগের দলগুলো।

তাসকিন, মোসাদ্দেকদের মারাঠা অ্যারাবিয়ানস বেশ শক্ত দল গড়েছে। দলটিতে আইকন হিসেবে খেলবেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, ভারতের প্রবীণ তাম্বে ও ইংল্যান্ডের লরি ইভান্সও আছেন অ্যারাবিয়ানসে।

টুর্নামেন্টটিতে বিভিন্ন দলের হয়ে খেলবেন ক্রিস গেইল, মোহাম্মদ আমির, অ্যালেক্স হেলস, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, থিসারা পেরেরা, ইমরান তাহির, শহিদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবি, এভিন লুইস, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজ, মুজির উর রহমানের মতো তারকারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন