বিজ্ঞাপন

দুই মামলায় ইরফান সেলিমের জামিন

January 5, 2021 | 2:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি এবং মাদকদ্রব্য রাখা অভিযোগের দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইরফানের কাছে অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দেন। ওইদিন মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এই দুই মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।’

মাদকদ্রব্য ও ওয়াকিটকি ব্যবহারের দায়ে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে র‌্যাব সদর দফতরের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই সাজা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
চূড়ান্ত প্রতিবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত, ইরফান প্রসঙ্গে র‍্যাব
‘সুনির্দিষ্ট অভিযোগেই ইরফান সেলিমকে গ্রেফতার করা হয়েছিল’

সারাবাংলা/এআই/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন