বিজ্ঞাপন

করোনা পরবর্তী ঝুঁকি তরুণদের জন্যও একইরকম: গবেষণা

July 16, 2021 | 7:28 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তরুণরাও পঞ্চাশোর্ধ্বদের মতো একই রকম শারীরিক জটিলতায় সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানাচ্ছে এক গবেষণার ফলাফল।

বিজ্ঞাপন

দেশটির শীর্ষ সাত বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষকরা দেখতে চেয়েছিলেন করোনা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের জটিলতাগুলো আসলে কেমন?

সে লক্ষ্যে, যুক্তরাজ্যজুড়ে ৩০২টি হাসপাতালে ৭৩ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিভিন্ন বয়সী রোগীর ওপর গবেষণা চালিয়েছেন তারা।

ওই গবেষণায় দেখা গেছে, ১৯-৪৯ বছর বয়সীদের প্রতি ১০ জনে চার জন করোনার চিকিৎসা নেওয়াকালীনই হয় কিডনি অথবা ফুসফুস কিংবা শরীরের কোনো না কোনো অংশে নতুন করে জটিলতা বোধ করেছেন।

বিজ্ঞাপন

এই গবেষণায় নেতৃত্ব দেওয়া অধ্যাপক ক্যালুম সেম্পলে বিবিসিকে বলেছেন, এখন এটা পরিষ্কার যে; করোনা কেবলমাত্র বৃদ্ধদের রোগ নয়।

এছাড়াও, সাধারণ সর্দি-কাশি নিয়ে যারা হাসপাতালে আসেন তাদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে করোনা আক্রান্তের চিকিৎসা পদ্ধতির মিল নেই, করোনা রোগীর ক্ষেত্রে আরও অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হয়। এ কথাও গবেষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে বলে বিবিসিকে জানান ওই অধ্যাপক।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন