বিজ্ঞাপন

সোয়া ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেমিকেল কারখানার আগুন

November 4, 2021 | 12:23 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সোয়া চার ঘণ্টায় কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগার পর রাত সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজ কারখানার এসবিপি প্ল্যান্ট (ব্লিচিং পাউডার প্ল্যান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, প্ল্যান্টে থাকা মেশিনপত্রসহ কেমিকেল সামগ্রী বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয়রা বাড়িতে ফিরতে শুরু করেছেন।

আরও পড়ুন- শ্রীপুরে কেমিকেল কারখানায় আগুন, কাজ করছে ৯ ইউনিট

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সঙ্গে কুর্মিটোলা, উত্তরা, জয়দেবপুর ও ভালুকা থেকে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়। মোট ৯টি ইউনিট প্রায় সোয়া চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হামিদ মিয়া আরও বলেন, ‘কারখানাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।’

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কারখানার সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম সারাবাংলাকে জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় অর্ধ শতাধিক শ্রমিক ওই প্ল্যান্টে কর্মরত ছিলেন। আগুন দেখে তারা নিরাপদে দ্রুত সরে যান। এখন পর্যন্ত এ ঘটনায় কারও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন