বিজ্ঞাপন

বিটকয়েন ও ইথারের মূল্যবৃদ্ধির রেকর্ড

November 9, 2021 | 7:41 pm

আন্তর্জাতিক ডেস্ক

সর্বোচ্চ দামের রেকর্ড গড়ল ডিজিটাল মুদ্রা বিটকয়েন ও ইথার। সোমবার ক্রিপ্টোকারেন্সির বাজারে প্রথমবারের মতো ৬৮ হাজার ডলার স্পর্শ করে প্রতিটি বিটকয়েনের মূল্য। এদিন ইথারের মূল্য বেড়ে দাঁড়ায় ৪৮০০ ডলারে।

বিজ্ঞাপন

অক্টোবরের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সির মূল্যের ঊর্ধ্বমুখি প্রবণতা অব্যাহত রয়েছে। কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী প্রায় এক মাস সময়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে যুক্ত হয়েছে ১ লাখ কোটি ডলার। এ নিয়ে ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ কোটি ডলারে।

বিটকয়েনের পাশাপাশি অন্যান্য ডিজিটাল মুদ্রার দামও বাড়ছে। দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল মুদ্রা ইথারের মূল্য প্রথমবারের মতো ৪৮০০ ডলার স্পর্শ করেছে।

মূলত চলতি বছরের মে থেকেই বিটকয়েনের দর ব্যাপক বৃদ্ধি পায়। গত এপ্রিলে প্রতিটি বিটকয়েনের মূল্য সর্বোচ্চ ৬৪ হাজার ডলার স্পর্শ করে। তবে জুন ও জুলাইয়ে ব্যাপক পতনে বিটকয়েনের মূল্য নেমে যায় ২৯ হাজার ডলারে। সম্প্রতি ফের এ ডিজিটাল মুদ্রার মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবার বিটকয়েনের মূল্য অতীতের সকল রেকর্ড ভেঙে ৬৮ হাজার ডলারে স্পর্শ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন