বিজ্ঞাপন

নারদ নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

November 30, 2021 | 1:55 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর নাটোরের নারদ নদের তীরে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকা থেকে শুরু করা হয় উচ্ছেদ অভিযান।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নারদ নদের প্রায় ৩৩ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। নদী রক্ষায় উচ্চ আদালত এবং এবং সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

প্রথম দিনে মঙ্গলবার ৪৯টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন