বিজ্ঞাপন

পেসারদের বেশি ম্যাচ খেলার পরামর্শ হতাশ মুমিনুলের

November 30, 2021 | 3:01 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হার দেখছিল ম্যাচের চতুর্থ দিনেই। আজ পঞ্চম দিন সকালে হারের আনুষ্ঠানিকতা নিশ্চিত হয়েছে। ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে পাকিস্তানের পেস বোলিং আক্রমণ। দুই ইনিংসে বাংলাদেশের ২০ উইকেটের ১৪টিই তুলে নিয়েছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি উইকেট পেয়েছেন মাত্র দুটি।

বিজ্ঞাপন

পেস ডিপার্টমেন্টে বাংলাদেশের দুর্দশা আজকের নয়, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। অনেকদিন ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত টেস্ট খেলা পেসার ইবাদত হোসেন ৯ টেস্ট খেলে উইকেট নিয়েছেন মাত্র ১০টি! এখন পর্যন্ত ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৮৪ উইকেট পাওয়া ইবাদত আন্তর্জাতিক পর্যায়ে বরাবরই ব্যর্থ।

দুদিকেই সুইং করানোর সামর্থ থাকায় আবু জায়েদ রাহিকে মনে করা হচ্ছিল টেস্ট ক্রিকেটের তুরুপের তাস। কিন্তু রাহির পারফরম্যান্সও আহামরি নয়। ১৩ টেস্টে ৩০ উইকেট নেওয়া রাহি আজ ফর্মে আছেন তো কাল অফফর্মে। চট্টগ্রাম টেস্টের ব্যর্থতার পর পেসারদের ঘরোয়া ক্রিকেটে বেশি বেশি ম্যাচ খেলার পরামর্শ দিলেন মুমিনুল হক। টেস্টে ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলতে হবে বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম টেস্ট শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়ে মুমিনুল বলেন, ‘বিদেশে বল করা এক রকম, দেশে বল করা আরেক রকম। আমার কাছে মনে হয় বেশি বেশি চার দিনের ম্যাচ খেলা উচিৎ তাদের। বিশ্বের বড় বড় বোলার যারা আছে, ভারত বলেন বা পাকিস্তান তারা অনেক বেশি বল করে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে ব্যর্থ মুমিনুল নিজেও। প্রথম ইনিংসে সাজিদ খানের স্পিনে ফিরেছেন মাত্র ৬ রানে। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংসেই বাংলাদেশ শুরুতেই যে বিপদে পড়ল তাতে মুমিনুলেরও দায়। নিজের দোষ স্বীকার করে নিলেন মুমিনুল।

বলেছেন, অধিনায়ক হিসেবে উচিত ছিল আরও ভালো ব্যাটিং করার, ‘অধিনায়ক হিসেবে আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিলো। ৪ নম্বরে যদি একটা ভালো ইনিংস খেলতে পারতাম তাহলে দৃশ্যটা হয়তো ভিন্ন রকম হতে পারতো। শুধু টেস্ট না, যেকোনো ফরম্যাটেই প্রথম ১০ ওভারে ৪ টা উইকেট হারালে, আপনি যতই চেষ্টা করেন মোমেন্টা ধরা যায় না।’

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১০ ডিসেম্বর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন