বিজ্ঞাপন

স্বাধীন বাংলার প্রথম গান তৈরি হয়েছিল ১৫ মিনিটে

December 16, 2021 | 2:47 pm

আশীষ সেনগুপ্ত

১৬ ডিসেম্বর, ১৯৭১… বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা ১২টা পেরিয়েছে। কলকাতার ৫৭/৮ বালিগঞ্জ সার্কুলার রোডের দোতলা বাড়িতে স্বাধীন বাংলা বেতারের দুঃসাহসী শব্দসৈনিকেরা তখনও জানতেন না, বিজয় দ্বারপ্রান্তে। বেলা সাড়ে ১২টার দিকে খবর আসে, আত্মসমর্পণ করতে চলেছে পাকিস্তানি হানাদার বাহিনী। সঙ্গে সঙ্গে পুরো বেতারে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

বিজ্ঞাপন

নয় মাসের তুমুল যুদ্ধযন্ত্রণার পর জন্ম নিতে যাচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আর এই জন্মকে উদযাপন করতেই গাইতে হবে বিজয়ের গান। কিন্তু বিজয়ের গানতো তৈরি নেই। তাই উত্তেজনার পারদ নামতে না দিয়ে সেদিন মাত্র ১৫ মিনিটেই লিখে এবং তাতে সুর দিয়ে নতুন একটি গানের জন্ম দেন স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকেরা। বিজয় ঘোষণার পরপরই তাদের মাধ্যমে সারা বাংলার ঘরে ঘরে বেজে ওঠে- ‘বিজয় নিশান উড়ছে ওই’…

এই গানটিই ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম গান। আর সেদিন শহীদুল ইসলামের লেখা গানটিতে সুর করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিচালক ও সুরকার সুজেয় শ্যাম। শুধু এই একটি নয়, মহান মুক্তিযুদ্ধে সঙ্গীত-যোদ্ধা হিসেবে অবিস্মরণীয় ভূমিকা পালন করা সুজেয় শ্যাম ১৯৭১-এ মুক্তিকামী মানুষকে প্রেরণা যোগাতে নয়টি গানের সুরারোপ করেন।

সারাবাংলার আজকের কথোপকথনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সঙ্গীত-যোদ্ধা শোনালেন তার পথচলা ও ৭১’র সেই দিনগুলির স্মৃতিকথা…

বিজ্ঞাপন

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন