বিজ্ঞাপন

কলকাতা বইমেলার থিম কান্ট্রি ‘বাংলাদেশ’ লোগো উন্মোচন

February 11, 2022 | 3:32 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। লোগোতে রয়েছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। এর নিচে লেখা ‘সৃজনে মননে মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লোগোর উন্মোচন করা হয়।

এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি আর শেষ হবে ১৩ মার্চ।

বিজ্ঞাপন

এবারের এই বইমেলা উৎসর্গ হচ্ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ঘিরে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গঠিত জাতীয় উদ্‌যাপন কমিটির মুখ্য সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ অন্য অতিথিরা।

বইমেলায় ৩ ও ৪ মার্চ উদ্‌যাপিত হবে বাংলাদেশ দিবস। আর ৬ মার্চ উদ্‌যাপিত হবে শিশু দিবস।

বিজ্ঞাপন

এবারের বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন গড়া হচ্ছে একাত্তরের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেওয়ার দিনকে স্মরণে রেখে। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে থাকবে বাংলাদেশের প্রকাশকদের বইয়ের ৫০টি স্টল। তিনি আরও জানান, বইমেলায় এবার তিনটি প্রবেশদ্বার হবে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন’ বইকে থিম করে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরও থাকবেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ কলকাতার কবি–সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা।

সারাবাংলা/এনআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন