বিজ্ঞাপন

ইউক্রেনের সামরিক বাহিনীকে রাষ্ট্রক্ষমতা হাতে নিতে বললেন পুতিন

February 25, 2022 | 11:48 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজেদের হাতে ক্ষমতা নেওয়ার জন্য সেদেশের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক টেলিভিশন ভাষণে ইউক্রেন সরকারকে ‘নব্য নাৎসি’ আখ্যায়িত করে পুতিন বলেন, তারা (ইউক্রেন সরকার) শিশু, নারী ও প্রিয় মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে পুতিন বলেন, ‘আপনারা রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে ক্ষমতা নিন।’ ইউক্রেনের নেতাদের ‘মাতাল’ অভিহিত করে সরকারের চেয়ে সেনাবাহিনীর সঙ্গের সমঝোতা করা সহজ হবে বলে জানান পুতিন।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দুই দিন জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের শতাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। অভিযানের দ্বিতীয় দিন রুশ সেনাদের লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়া। এদিন কিয়েভে ইউক্রেনের সেনাদের সঙ্গে দিনভর যুদ্ধ হয়েছে রুশদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন