বিজ্ঞাপন

পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন, ক্রেমলিনের তীব্র প্রতিবাদ

March 17, 2022 | 11:21 am

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিবেসে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’ বলে কড়া প্রতিবাদ জানিয়েছে ক্রেমলিন। খবর আলজাজিরা ও রুশ সংবাদ সংস্থা তাস।

বিজ্ঞাপন

পুতিনের নাম উল্লেখ করে ওয়াশিংটনে গতকাল বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তিনি একজন যুদ্ধাপরাধী।’

পরে এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘সরাসরি প্রশ্নের কেবল একটি উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই এমন একটি দেশের স্বৈরশাসকের বিদেশে বর্বর ও ভয়ঙ্কর কাজ করতে দেখেছি। যা বেসামরিক নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলছে। এছাড়া হাসপাতাল, গর্ভবতী মহিলা, সাংবাদিক এবং অন্যান্যদের ওপরও আক্রমণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্টর এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’বলে কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।

তাস জানিয়েছে, গতকাল বুধবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘একটি রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে মনে করি। যারা সারাবিশ্বে বোমা মেরে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন