বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া এনএসআই আটক

May 15, 2022 | 3:31 pm

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল: ইমিগ্রেশনে এনএসআই সদস্যের মিথ্যা পরিচয় দেওয়া আরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) ১২টার দিকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর থানার বয়ালিদহা গ্রামের আবু জাহিদের ছেলে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল এনএসআই অফিসের ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায় আরিফুল ইসলাম নামে একজন লোক এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতরে ঘোরাঘুরি করছে। এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেনসহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের টিম ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাকে আটক করে। আটকের পর তার কাজ থেকে একটি এডমিন কার্ড ও ভারতে ভিসাসহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, আটক আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে।

সারাবাংলা/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন