বিজ্ঞাপন

ইউক্রেন থেকে শস্য রফতানিতে সহযোগিতার জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

May 29, 2022 | 11:05 am

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রভাবে বিশ্ব বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্থানীয় সময় শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে বলেছেন, ‘রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য রফতানিসহ শস্যের নিরবিচ্ছিন্ন রফতানির বিকল্প খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।’

তবে কিছু শর্তও জুড়ে দিয়েছে ক্রেমলিন। প্রত্যাহার করতে হবে প্রাসঙ্গিক নিষেধাজ্ঞাগুলো। ক্রেমলিনের বক্তব্য, ‘রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে উত্তেজনা কমাতে সাহায্য করবে, এ জন্য অবশ্যই প্রাসঙ্গিক নিষেধাজ্ঞাগুলো অপসারণ করতে হবে।’ খবর বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন