বিজ্ঞাপন

সারাদিন বৃষ্টির দিন

April 21, 2018 | 9:43 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটির ।।

বিজ্ঞাপন

বৈশাখের ৮ম দিনে আজ, কালবৈশাখি যদিও আজ একটু রেস্টে থাকবে তবু তার সহচর বৃষ্টি সারাদিনই ঝড়ো বাতাস নিয়ে আমাদের প্রাণ উড়িয়ে যাবে।

আকাশে এই মুহূর্তে মেঘের সাম্রাজ্য ৭৫ শতাংশ। সে মেঘও আবার যেন তেন মেঘ না, একদম ঘন কালো কিউমুলোনিম্বাস মেঘ। এখন মেঘ যদি এমন হয় বৃষ্টি না এসে আর যাওয়ার পথ পাচ্ছে কই?

বৃষ্টির খবর দিতে বাতাস ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়ে আসছে। বৃষ্টি তার পিছু পিছু আসবে সকাল ১০টা নাগাদ। আসবে তো আসবে, সহসা আর তার যাওয়ার খবর নেই, একদম জেদী কাঁদুনেদের মতো চলতেই থাকবে।

বিজ্ঞাপন

বৃষ্টি যেহেতু সারাদিন লেগে থাকবে স্বাভাবিক আজ আর্দ্রতা অনেক বেশি থাকবে। ৮৩ শতাংশ আর্দ্রতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু ঘাম হবে। এছাড়া বৃষ্টিতে জামা কাপড় ভিজে যাওয়ার ভয় তো আছেই।

আজকের দিনে যারা ঘর থেকে বের হবেন, সহজে শুকিয়ে যায় এমন পোশাক পরে বের হওয়া ভালো।  ছাতা তো সঙ্গে নিতেই হবে। মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি নিয়ে বের হওয়া ভালো, বলা তো যায় না বৃষ্টির দিন যদি কোথাও আটকা পরা হয়ে যায়!

বিজ্ঞাপন

ভালো কাটুক বৃষ্টির দিন।

সারাবাংলা/এমএ/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন