বিজ্ঞাপন

মাটিরাঙ্গায় ২ পক্ষের গোলাগুলিতে একজন নিহত

July 18, 2022 | 5:55 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি পাড়ায় পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলিতে উত্তম ত্রিপুরা (২৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জুলাই) ভোরের দিকে তাইন্দং ইউনিয়নের দুর্গম সুকুমার কারাবারি পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ২৩ বিজিবি জামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল করিম ঘটনাস্থলে গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও ১৩টি গুলিসহ লাশ উদ্ধার করে। আহত অপর জন পালিয়ে গেছে।

নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।

বিজ্ঞাপন

এদিকে আহত যুবক চিগন চিজি চাকমা (২৪) ইউপিডিএফ (প্রসীথ গ্রুপের) কর্মী বলে গণমাধ্যমকে জানিয়েছে সংগঠনটি। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘সকালে মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তম কুমারকে হত্যা করে। এতে আমাদের সংগঠনের এক কর্মী আহত হয়।’

খবর পেয়ে বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্নেল এবিএম জাহিদুল করিসের নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২২ রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন