বিজ্ঞাপন

রাজনীতি করায় হামলা-মামলা হচ্ছে: জিএম কাদের

October 1, 2022 | 3:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘দেশের রাজনীতি স্বাভাবিকভাবে চলবে। এজন্যই দেশ স্বাধীন হয়েছিল। গণতান্ত্রিক দেশ হবে। যার জন্য এই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতি করতে গিয়ে হামলা-মামলার স্বীকার হতে হচ্ছে’- এভাবেই নিজের কথাগুলো বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বিজ্ঞাপন

শনিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত তুষখালী ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দেখতে এসে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘আমরা যে রোগীকে দেখতে এসেছিলাম, তার অবস্থা খুব খারাপ। তার অনেক জায়গায় আঘাত আছে। বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা দেখে ঝুঁকিপূর্ণ মনে হলো। তবে চিকিৎসকরা বলছেন তিনি ভালো আছেন।’

তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনীতি স্বাভাবিকভাবে চলবে। এজন্যই দেশ স্বাধীন হয়েছিল। গণতান্ত্রিক দেশ হবে। যার জন্য এই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দুর্ভাগ্যের বিষয় রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা স্বীকার হতে হচ্ছে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘তুষখালীর ইউননিয়নে দল থেকে ইউপি নির্বাচনে অংশ নিয়েছিলাম। যেখানে বিএনপিরসহ অনেক দল অংশ নেয়নি। তা না হলে আওয়ামী লীগ একতরফাভাবে তাদের প্রার্থী পাস করতে। আমাদের প্রার্থী যাতে শেষ পর্যন্ত লড়াই করতে পারে সেই ভূমিকাই নিয়েছিলেন আহত শফিকুল। যদিও আওয়ামী লীগ পাস করেছে। এরপর থেকে বিভিন্ন ধরনের এবং জমি সংক্রান্ত মামলা দেওয়া শুরু হয়েছে। তাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এরকম একটা মামলার জন্য কোর্টে হাজিরা দিতে যাচ্ছিল শফিকুল। তখনই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র যেন এদেশে স্থান লাভ করতে পারে সেজন্য আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি। এসব করতে গিয়েই বাধাগ্রস্ত হচ্ছি। কিছুদিন আগে গাজীপুরে মিটিং করতে গিয়েছিলাম সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় লোক তা করতে দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চেয়েছিলাম। সেখানেও যদি বাধাগ্রস্ত হই তাহলে দেশে স্বাভাবিক পরিস্থিতি কোথায় থাকবে। স্বাভাবিক রাজনৈতিক কিভাবে চলবে। এভাবে সাধারণ রাজনীতিকে যদি পথোরোধ করে দেই, তাহলে দেশ বড় ধরনের সহিংসতার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা কারও কাম্য নয়, এগুলো সুস্থ রাজনীতির অন্তরায়। আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত।’

তিনি বলেন, জোর জবরদস্তিভাবে নির্বাচন হবে— এই ধরনের একটি মেসেজ সরকারি দল থেকে পাচ্ছি। যেটা খুব দুর্ভাগ্যজনক। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। কোনো সহিংসতাকে বিশ্বাস করি না। আমাদের কথা বলার স্বাধীনতা দিতে হবে। সভা-সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা দিতে হবে। এসব ক্ষেত্রে যদি বাধাগ্রস্থ হই, তাহলে সাধারণ রাজনীতি চলতে পারে না। এখানে অসহিংস রাজনীতির জায়গায় সহিংস রাজনীতি চলে আসবে। স্বাভাবিক রাজনীতি শেষ পর্যন্ত বিদায় নেবে। আমাদের দেশের জন্য দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করছে। শফিকুলের ওপর হামলা দলীয়ভাবে হয়েছে, এর সঙ্গে সরকারি দল জড়িত।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আমাদের দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সহিংসতাও নেই। সরকারের কাছে আবেদন করেছি যাতে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়।

সারাবাংলা/এসএসআর/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন