বিজ্ঞাপন

নতুন লক্ষ্যে বাংলাদেশের প্রয়োজন ৯ ওভারে ৮৫

November 2, 2022 | 5:24 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লিটন ঝড় শেষে বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টি শেষে বাংলাদেশের জন্য নতুন টার্গেট দাঁড়িয়েছে ১৬ ওভারে ১৫১ রান। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোর ছিল ৭ ওভারে ৬৬/০। অর্থাৎ নয় ওভারে ১০ উইকেট হাতে রেখে বাংলাদেশকে তুলতে হবে ৮৫ রান।

বিজ্ঞাপন

বৃষ্টির পর খেলা শুরু হলে প্রথম ওভারেই অবশ্য অসাধারণ খেলতে থাকা লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। ২৭ বলে ৬০ রান করা লিটন রান আউট হয়েছেন।

অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে বসিয়ে আজ ওপেনিংয়ে লিটন দাসকে  নামায় বাংলাদেশ।  তিন থেকে ওপেনিংয়ে উঠে আসা লিটন ভারতীয় বোলারদের রীতিমতো অসহায় বানিয়ে ফেলেছিলেন। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকা লিটন ফিফটি তুলে নিয়েছেন মাত্র ২১ বলে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি।

পাওয়ার প্লের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ফিফটি পূর্ণ হয়েছে লিটনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে ফিফটি পূর্ণ করার মাত্র তৃতীয় ঘটনা এটি। এর আগে ২০১৪ সালে পাওয়ার প্লেতে ফিফটি করেছিলেন স্টিভেন মাইবার্গ ও ২০২১ সালে লোকেশ রাহুল।

বিজ্ঞাপন

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে বিশ্বকাপ সুপার টুয়েলভের ম্যাচে ১৮৪ রানে জবাব দিতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে পাঁচ বল খেলে ১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত রান তুলতে ভুগেছেন। কিন্তু অপরপ্রান্তে লিটন ছিলেন অসাধারণ।

শুরুতেই আক্রমণের ছক কষেই হয়তো মাঠে নেমেছিলেন। দ্বিতীয় ওভারে আর্শদ্বীপ সিংকে মেরেছেন তিন চার। পরের ওভারে ভুবনেশ্বর কুমারকে পরপর ছয়, চার, চার হাঁকিয়েছেন। লিটন ঝড় থেকে রক্ষা পাননি ভারতের অপর পেসার মোহাম্মদ শামিও।

একপ্রান্তে নাজমুল হোসেন শান্ত রান তুলতে না পারলেও অপর প্রান্তে স্টোকের ফুলঝুরি ছোটান লিটন। ২১ বলে ফিফটি পূর্ণ করেন।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় লিটন ২৬ বলে ৫৯ রাানে অপরাজিত ছিলেন। চার মেরেছেন ৭টি, ছক্কা ৩টি। বৃষ্টির পর ১ বল খেলেই রান আউট হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন