বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

December 7, 2022 | 11:49 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন। তরুণ পেসার হাসান মাহমুদকে বসিয়ে স্পিনার নাসুম আহমেদকে দলে ডাকা হয়েছে। ভারতের একাদশে পরিবর্তন দুটি। স্পিনার শাহবাজ আহমেদের জায়গায় ডাকা হয়েছে অক্ষর প্যাটেলকে। পেসার কুলদ্বীপ সেনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন গতিস্টার উমরান মালিক।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশ। ভারতকে ১৮৬ রানে আটকে দিয়ে পরে ১ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজটা জিতে নিবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

বিজ্ঞাপন

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াসিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন