বিজ্ঞাপন

বাংলাদেশের কোচ হতে প্রস্তুত— জানালেন জুলিয়ান উড

January 12, 2023 | 4:04 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

গত বিপিএলের পর জুলিয়ান উড নামটা বেশ উচ্চারিত হচ্ছিল বাংলাদেশ ক্রিকেটে। জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে ইংলিশ এই কোচের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য ওই আলোচনা ফলপ্রুস হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও নাকি উডের দিকে ঝুঁকতে চেয়েছিল বিসিবি। তবে তখন পাকিস্তানে দায়িত্ব পালন করায় সাড়া দিতে পারেননি উড। ইংলিশ কোচ জানালেন, এখন তিনি প্রস্তুত আছেন বাংলাদেশের কোচ হতে।

বিজ্ঞাপন

এবারের নবম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জুলিয়ান উড। পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ হিসেবে বেশ জনপ্রিয়তা আছে তার। আইপিএলে কাজ করার অভিজ্ঞতাও আছে ইংলিশ কোচের। উডের এই অভিজ্ঞতা কাজে লাগাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাকে নিয়ে ভাবছিল বিসিবি। আজ তিনি নিজেই খোলাসা করেছেন বিষয়টি।

আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচেই মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ উড সংবাদ সম্মেলনে এলে উঠল বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে আলোচনা।

ইংলিশ কোচ বলেন, ‘বিশ্বকাপের আগে (বিসিবির সঙ্গে) কথা হয়েছিল। আমি তখন পিসিবির সঙ্গে কাজ করছিলাম এবং কথা হলেও এর কোনো ফলাফল আসেনি। গত বছর অনেক বারই আমাদের আলোচনা হয়েছে। তবে কোনোটাই কার্যকরী হয়নি। কিন্তু আমি এখন বাংলাদেশে আছি এবং আমাকে এখন পাওয়া যাবে (হাসি)।’

বিজ্ঞাপন

পাওয়ার হিটিং স্পেশালাইজড বটে কিন্তু তিনি ব্যাটিং কোচও। সেটাও বলতে চাইলেন উড, ‘এটা দারুণ। আমি আইপিএলেও কাজ করেছি। পাওয়ার হিটিং কোচ হিসেবে আমার পরিচিতি আছে, যেটা দারুণ। এখন এটা (টি-টোয়েন্টি) পাওয়ার গেম। কিন্তু একই সঙ্গে আমি ব্যাটিং কোচও, পাওয়ার হিটিংয়ে স্পেশালাইজড আমি। গত বছর মানুষ দারুণ ছিল আমার জন্য। এরপর আইপিএলে কাজ করেছি, অনেক জায়গাও। এটা ভালো।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এবার আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন উড। বাংলাদেশি ক্রিকেটাররা সাধারণত শারীরিক দিক দিয়ে বিশালাকার নয়। এই অবস্থায় পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে হলে আফিফদের জন্য কোন জায়গায় কাজ করতে হবে সেটা বুঝাতে চাইলেন উড।

বলেছেন, ‘গত বছর সিলেটে বিজয়ের সঙ্গে অনেক কাজ করেছিলাম। আফিফের দিকে দেখেন, তারা বড় না (শরীরের দিক থেকে)। তারা রিদম ও টাইমিংয়ের ওপর নির্ভর করে। তারা বল জোরে মারতে পারে, কিন্তু মুভমেন্টে তাদের রিদম ও টাইমিং দরকার হয়। বড় ক্রিকেটাররা মাসল ব্যবহার করে। তারা পারবে না, যদি করতে যায় কাজ হবে না।’

বিজ্ঞাপন

‘এটা আসলে বুঝতে পারার ব্যাপার কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। যখন এটা হবে তাদের, আমি কিছু ট্রেনিং ও ড্রিলও করাচ্ছি। কিন্তু এটা শুধুই অনুশীলনের একটা ধরন। কিন্তু বুঝতে হবে কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়।’

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহততাহলে ব্যাংকে কি মাস্তান-মাফিয়ারা ঢুকবে?— কাদেরকে রিজভীর প্রশ্নরাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী সব খবর...
বিজ্ঞাপন