বিজ্ঞাপন

সিরিজ নিশ্চিতের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

March 29, 2023 | 1:31 pm

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের। এবার চট্টগ্রামে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

বিজ্ঞাপন

এর আগে সিরিজের প্রথম ম্যাচে আইরিশ বোলারদের উড়িয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পুঁজি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে থামে বাংলাদেশ। অবশ্য সেদিন নির্ধারিত ২০ ওভার খেলা হয়নি বৃষ্টির হানায়। চট্টগ্রামে বৃষ্টির কারণে ৪ বল বাকি থাকতে বাংলাদেশের ইনিংস ৫ উইকেটে ২০৭ রানে থামে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পুঁজি ২১৫ রানের।

এরপর বৃষ্টির হানায় আয়ারল্যান্ডের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রানের। তবে বল হাতে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের তোপের মুখে থামে ৮১ রানে। বাংলাদেশ পেয়ে যায় ২২ রানের দুর্দান্ত জয়। তাসকিন আহমেদ ২ ওভারে ১৬ রানের খরচায় নেন ৪টি উইকেট। একটি উইকেট নেন হাসান মাহমুদ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ২৩ বলে ৪৭ আর রনি তালুকদারের ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ১৯.২ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রানের।

বাংলাদেশ একাদশ—

বিজ্ঞাপন

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ—

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলনে, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম এবং বেঞ্জামিন হোয়াইট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন