বিজ্ঞাপন

বিশ্বকাপে জায়গা না পাওয়ার অভিমানে অবসর!

May 19, 2018 | 11:24 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছিল জার্মানি কোচ জোয়াকিম লো। কিন্তু দলে রাখা হয়নি গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করা মারিও গোৎজেকে। দলে নেই কনফেডারেশন কাপ জয়ী বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সান্ড্রো ওয়াগনারও। বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে তাই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াগনার।

জার্মানি জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারটাই শুরু হয়েছে ২০১৭ সালে। ৩০ বছর বয়সী ওয়াগনার রাশিয়ায় কনফেডারেশন কাপের আগে জাতীয় দলে যোগ দেয়ার পর থেকে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৫ গোল করেছেন। জার্মান বুন্দেসলিগায় ২৬ ম্যাচে করেছেন ১২টি গোল। আর রাশিয়ায় কনফেডারেশন কাপ জয়ী দলেও ছিলেন তিনি।

তবে এমন পারফরম্যান্সেও বিশ্বকাপের ২৬ সদস্যের দলে সুযোগ পাননি ওয়াগনার। আর সে কারণেই অবসরে যাওয়ার সিদ্ধান্ত, ‘আমি জাতীয় দল থেকে অবসরে যাচ্ছি। এটা স্পষ্ট যে, সততা এবং সরাসরি কথা বলা কোচিং স্টাফদের সঙ্গে যায় না।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ খেলার আশা ছিল বলেই বেশ হতাশ হয়েছেন ওয়াগনার, ‘যদি বলি হতাশ হইনি, তাহলে মিথ্যা বলা হবে। বিশ্বকাপে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। সেটা আর হচ্ছেনা।’

তবে হতাশ হলেও দলের জন্য ভালোটাই আশা করছেন এই জার্মান ফরোয়ার্ড, ‘আশা করবো রাশিয়া বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই ফিরবে তারা (জার্মানি)।’

জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য তার মত জানিয়েছেন, ‘আমি মনে করি অতিরিক্ত আবেগের কারণেই এমন দ্রুত এমন সিদ্ধান্ত নিয়েছে সে (ওয়াগনার)। অত্যন্ত মনোযোগী, উচ্চাকাঙ্ক্ষী আর অনুশীলনে সবার আগে পৌঁছে যায় সে।’

তবে দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন জার্মান কোচ, ‘আমার এমন সিদ্ধান্তে যে কেউ যা ইচ্ছা বলতে পারেন, তবে দলের ভালোর জন্যেই এমন সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন