বিজ্ঞাপন

পক্ষ-বিপক্ষ নয়, অংশগ্রহণমূলক নির্বাচন চায় টিআইবি

December 17, 2023 | 9:17 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নিজেদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘বিব্রতকর’ বলে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি বলছে, তার এই বক্তব্য ‘সমালোচক মাত্রই রাজনৈতিক প্রতিপক্ষ’ মানসিকতার প্রতিফলন।

বিজ্ঞাপন

রোববার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এমন মন্তব্য করেছে। এর আগে সম্প্রতি টিআইবি এক বিবৃতিতে উল্লেখ করে, তফসিল ঘোষণা পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনি পরিপ্রেক্ষিত বিবেচনায় আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

টিআইবির ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছিলেন, বক্তব্য-মন্তব্য-বিবৃতিতে টিআইবিকে বিএনপির অঙ্গসংগঠন মনে হয়। তিনি প্রশ্ন রাখেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’

আরও পড়ুন- টিআইবি বিএনপির শাখা সংগঠন: কাদের

বিজ্ঞাপন

ওবায়দুল কাদেরের উদ্দেশে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকার ওপর নির্ভর করে সব নির্বাচনপ্রত্যাশী রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করেই কেবল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব।’ ওবায়দুল কাদেরের এটি বোঝার মতো বিচক্ষণতা রয়েছে বলে টিআইবি মনে করে— এমনটিও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।

অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা বিনষ্ট হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করায় বিএনপির সঙ্গে টিআইবিকে জড়িয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্য অনভিপ্রেত উল্লেখ করে টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ও দেশের প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির এমন বক্তব্য পুরোপুরি অমূলক ও হতাশাজনক।’

আরও পড়ুন- এবারও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছি না: টিআইবি

বিজ্ঞাপন

তবে টিআইবি এতে মোটেই অবাক বা বিচলিত নয় বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার উপযুক্ত রাষ্ট্রকাঠামো বিনির্মাণে কর্মরত টিআইবির ওপর এ ধরনের অপবাদ দেওয়ার চর্চা নতুন কিছু নয়। কোনো গবেষণালব্ধ প্রতিবেদন বা পরামর্শ অপছন্দ হলেই আওয়ামী লীগ-বিএনপি প্রধান দুই রাজনৈতিক দলই টিআইবির প্রতি বিষোদগারে লিপ্ত হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় টিআইবিকে বন্ধ করে দেওয়া, ৬৪ জেলায় মামলা করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি এ বছরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির পক্ষ থেকে টিআইবি ও এর কর্মকর্তাদের নিয়ে বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হয়।

ড. জামান আরও বলেন, ‘টিআইবির কোনো মন্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। টিআইবির অবস্থান গণতন্ত্র ও সুশাসনের পক্ষে, অগণতান্ত্রিক ও সুশাসনকে বাধাগ্রস্ত করে এমন শক্তির বিপক্ষে। তবে একইসঙ্গে লক্ষ্যণীয়, টিআইবিকে নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান ও পরিস্থিতিভেদে এমন বিষোদগার টিআইবির নিরপেক্ষতাকেই প্রমাণ করে।’

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন