বিজ্ঞাপন

জুরাইনে বস্তির ঘরে মিলল বিস্ফারক-বোমা, গ্রেফতার ৩

January 6, 2024 | 1:51 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বস্তি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ওই বস্তির একটি ঘরে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জুরাইন রেলগেটসংলগ্ন রেললাইনের পাশের বস্তি ঘিরে রাখেন র‍্যাব সদস্যরা। পরে ওই ঘর থেকে তিনজকে গ্রেফতার করা হয়েছে।

রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেখানে বিপুলসংখ্যক বিস্ফোরক আছে। আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানিয়েছে, অভিযানে বস্তির ওই ঘরে ৩০টি ককটেল ও ২৮ টি পেট্রোল বোমা পাওয়া গেছে। আলমগীর, রাব্বি ও কাশেম নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন