বিজ্ঞাপন

‘প্রতীক পাওয়া মানে গদি আমার, এটা হবে না’

February 16, 2024 | 7:56 pm

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট

যশোর: সামনের উপজেলা নির্বাচন আরও সুন্দর হবে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘আগামী মে মাসে ৪টি ধাপে উপজেলা নির্বাচন, আপনারা জানেন, জনপ্রতিনিধিরা জনগণের কাছে যাওয়া শুরু করেছে। ভোট চাওয়া শুরু করেছে। আগের মতো নেই; যে প্রতীক পাওয়া মানে আমার গদি, নো, এটা হবে না।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার মির্জাপুর মহিলা আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

আহসান হাবিব খান বলেন, ‘আমাদের যেটা ভুল ছিলো, ভবিষ্যতে সেটা যেন আর না হয়। সামনের দিনে আরো ভালো কিছু উপহার দিতে চাই। সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা যে নির্বাচন উপহার দিলাম, আমি জানি না কতটুকু আমরা সফল হয়েছি, আপনার বলতে পারবেন। আমাদের চেষ্টার কমতি ছিল না।’

নির্বাচন কমিশন সব সময় দৃঢ়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা শুনেছেন কেউ কেউ বলেছে যে, আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। আমি এটা জানি না, তবে আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল না।’

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, যশোর জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ, পৌর সভার মেয়র কামরুজ্জামানসহ অনেক।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন