বিজ্ঞাপন

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসীন বাহার

March 9, 2024 | 7:18 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রের শূন্য পদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাহসীন বাহার। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনিই কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কুকে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে হারিয়ে নতুন মেয়র নির্বাচিত হলেন তিনি।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফল বলছে, ১০৫টি কেন্দ্রে সূচনা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। আর তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট । এছাড়া হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন নূর উর মাহমুদ তানিম। নির্বাচনে মোট ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫টি। শতকরা হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুলের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন কুসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ভোটের চূড়ান্ত এই ফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসীন বাহার বলেন, ‘এই জয় জনগণের জয়। কুমিল্লায় সাধারণ জনগণের জয়।’

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এদিন ১০৫ কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল তাহসীন বাহার।

প্রসঙ্গত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহারের এটিই প্রথম কোনো স্থানীয় সরকার নির্বাচন। সেই হিসাবে প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন