বিজ্ঞাপন

‘স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

March 17, 2024 | 11:42 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:

রংপুর: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (১৭ মার্চ) বিকেলে নিজ নির্বাচনি এলাকা রংপুরের পীরগঞ্জে দুই দিনের সফরে এসে উপজেলা পরিষদ ভবনে ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’র ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জয় সেট সেন্টার, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে অধিক সংখ্যক তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগরে পরিণত হবে।’

তিনি বলেন, ‘পীরগঞ্জে জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেবে। সেইসঙ্গে এখান থেকে সাধারণ মানুষ তথ্যপ্রযুক্তির নানা সেবা নিতে পারবে।’

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সারাদেশে ৫৫৫টি ‘জয় সেট সেন্টার’ স্থাপিত হচ্ছে। এর মাধ্যমে ২ লাখ ৬৬ হাজার ৪০০ শিক্ষার্থী-তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

তিনি জানান, প্রতিটি সেন্টারে একটি ব্যাচে ৪০ জন সার্টিফিকেট কোর্সসহ প্রশিক্ষণ সুবিধা পাবে। প্রতিদিন তিনটি ব্যাচ পরিচালিত হলে একটি ‘জয় সেট সেন্টার’ থেকে প্রতিদিন ১২০ জন প্রশিক্ষণ পাবেন। সেই হিসেবে একটি সেন্টার থেকে বছরে ৪টি ব্যাচে ৪৮০ জন প্রশিক্ষণ পাবেন।

তিনি আরও বলেন, ‘জয় সেট সেন্টার-এ ডিজিটাল ল্যাব, প্রশিক্ষণ রুম, স্টার্ট-আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোনসহ জেলা-উপজেলা আইসিটি কর্মকর্তাদের অফিস অবকাঠামো সুবিধা থাকবে। স্টার্ট-আপ জোনে ডিজিটাল ডিভাইস ও কানেক্টিভিটি সম্বলিত ওয়ার্কিং ফ্যাসিলিটি থাকবে। উপজেলা পর্যায়ে একত্রে ১০ জন উদ্যোক্তা/ফ্রিল্যান্সার ওয়ার্কিং ফ্যাসিলিটি পাবেন। আর জেলা পর্যায়ে একত্রে ১৫ জন ওয়ার্কিং সুবিধা পাবেন। এ ছাড়া, প্রতিটি প্লাগ অ্যান্ড প্লে জোন থেকে বছরে ৫০ হাজারের বেশি মানুষ ডিজিটাল সেবা পাবে। উপজেলা পর্যায়ে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ এবং ওয়ার্কিং স্পেস পেলে নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরি হবে। এতে আত্মকর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে।’

বিজ্ঞাপন

ডাক বিভাগকে মেইল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস সেন্টারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, আর্থিক লেনদেনের হাব হিসেবে প্রতিটি পোস্ট অফিসকে স্মার্ট পোস্ট অফিসে রূপান্তর করা হবে। পোস্ট অফিসের সেবাকে সার্ভিস পয়েন্টে রূপান্তর, ই-সেন্টারের অনিয়ম দূর করা হবে। সেইসঙ্গে চলতি মাসে পাইলটিংভাবে পোস্ট অফিসের পাঁচটি এবং আগামী মে মাসে সারা দেশে ৫০০টি স্মার্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এরোমা দত্ত, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানসহ প্রমুখ।

উদ্বোধনের পর জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইডেশন কমিয়ে আনতে আইসিটি বিভাগের অধীন ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১ হাজার ১৯০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন