বিজ্ঞাপন

পেনাল্টি না পাওয়ার হতাশায় আর্সেনাল-বায়ার্ন

April 10, 2024 | 11:31 am

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে বায়ার্ন মিউমিখের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ম্যাচের অন্তিম মুহূর্তে অবশ্য এগিয়ে যেতে পারত গানার্সরা। সাকার পেনাল্টি আবেদনে রেফারি সাড়া না দেওয়ায় বেশ হতাশ আর্সেনাল। একই সাথে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি না পাওয়ায় কিছুটা ক্ষুব্ধ বায়ার্নও। দুই দলই বলছে, পেনাল্টি পেলে জয় নিয়েই মাঠ ছাড়তেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ২-২ গোলের ড্রয়েই সন্তুষ্ট আর্সেনাল-বায়ার্ন

ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে বক্সের ভেতর নয়্যারের পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যান সাকা। পেনাল্টির জোরালো আবেদন করলেও শেষ পর্যন্ত তাদের আবেদনে সাড়া দেননি রেফারি। এ নিয়ে সাকা ও আর্সেনালের ফুটবলাররা বেশ কিছুক্ষণ তর্কও করেছেন রেফারির সাথে।

ম্যাচ শেষে আর্সেনালের হয়ে সমতাসূচক গোল করা ত্রোসা বলছেন, সাকার ফাউল নিশ্চিতভাবেই পেনাল্টি ছিল, ‘এটা আমার কাছে নিশ্চিতভাবেই পেনাল্টি মনে হয়েছে। বায়ার্ন কিপারের সাথে তার পেনাল্টি পাওয়ার মতোই লেগেছিল।’

বিজ্ঞাপন

এদিকে ম্যাচের ৬৬ মিনিটের একটি ঘটনা নিয়ে ক্ষুব্ধ বায়ার্ন কোচ টুখেলও। আর্সেনাল কিপার শট নেওয়ার আগেই বল হাত দিয়ে ধরেছিলেন গ্যাব্রিয়েল। তখন হ্যান্ডবলের আবেদন করে পেনাল্টি চেয়েছিল বায়ার্ন। টুখেল বলছেন, নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের, ‘রেফারি পেনাল্টি না দিয়ে বিশাল ভুল করেছেন। তার বাঁশি বাজানোর আগেই আর্সেনালের ডিফেন্ডার বল হাত দিয়ে ধরেছে। রেফারি সেটাকে শিশুসুলভ ভুল হিসেবে ধরে নিয়ে পেনাল্টি দেননি। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমাদের পক্ষে সিদ্ধান্তটা না আসায় আমরা ক্ষুব্ধ।’

আগামী ১৮ এপ্রিল বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন