বিজ্ঞাপন

এফডিসির এমডিকে স্মারকলিপি দিল সাংবাদিকরা

April 24, 2024 | 7:57 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিএফডিসির শিল্পী সমিতি প্রাঙ্গনে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বরাবর স্মারকলিপি দেয়েছে বিনোদন সাংবাদিকরা। এতে তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাগানে গত ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী কমিটির মিলাদ মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপর হামলা হয়। শিল্পী সমিতির নববির্বাচিত কমিটির কতিপয় সদস্য, সমিতির কতিপয় সাধারণ সদস্য ও তাদের ইন্ধনে কতিপয় ফাইটার সমিতির সদস্যদের হামলায় (ভিডিও ফুটেজ সংরক্ষিত) প্রায় ২০ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ তথা কেপিআইভুক্ত এলাকায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একইসাথে বর্তমান সরকারের সাংবাদিকদের সঙ্গে যে সুসম্পর্ক এবং তাদের প্রতি সরকারের যে আস্থা ও সহযোগিতামূলক মনোভাব রয়েছে তাতে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলার আশংকা রাখে।

সবশেষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে তার প্রতি অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন