বিজ্ঞাপন

২ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

April 25, 2024 | 9:41 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির একটি সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৬টি সোনার বার জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পশ্চিম উচনা সীমান্ত থেকে এক কেজি ৬৫০ গ্রাম ওজনের ওই ১৬টি সোনার বারসহ আটক করা হয় মিনহাজুল ইসলাম নামে একজনকে। তিনি পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানিয়েছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করবে বলে খবর আসে বিজিবির কাছে। খবর পেয়ে সেখানে অভিযান চালঅনো হয়।

তানজিলুর রহমান ভূঁইয়া জানান, জব্দ করা সোনার পরিমাণ ১৫৯ ভরি ৩ আনা বা ১ কেজি ৬৫০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হবে বলেও জানান জয়পুরহাট বিজিবির এই অধিনায়ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন