বিজ্ঞাপন

রাফায় ৮ ইসরাইলি সেনা নিহত

June 16, 2024 | 11:37 am

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি কমব্যাট ইঞ্জিনিয়ার গাড়ি বিস্ফোরিত হয়ে আট ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। শুরুতে বলা হয়েছিল, হামাস বা হিজবুল্লাহর ছুঁড়া রকেট হামলায় গাড়িটি বিস্ফোরিত হয়েছে। কিন্তু হামাস জানিয়েছে, একটি মাইনফিল্ডে প্রবেশ করায় গাড়িটি বিস্ফোরিত হয়।

বিজ্ঞাপন

নিহত ইসরাইলি সেনারা একটি যুদ্ধ প্রকৌশল ইউনিটের সদস্য। একটি সাঁজোয়া ক্যারিয়ারে ছিল তারা। মাইন বিস্ফোরণের কারণে গাড়িতে থাকা প্রকৌশল সামগ্রীর বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ওই ৮ ইসরাইলি সেনা নিহত হয়। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, রাফা শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় ঘটনাটি ঘটেছে।

এদিকে ফিলিস্তিনের হামাসের সশস্ত্র শাখা বলেছে, ইসরাইলের সাঁজোয়া গাড়িটি একটি প্রস্তুত মাইনফিল্ডে আটকা পড়েছিল, এতে বিস্ফোরণ ঘটে। হামাস জানিয়েছে, ইসরাইলি ট্যাংক তেল আল-সুলতানে অগ্রসর হয়েছে। সেখানে গোলাগুলি চলছে।

ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, এই প্রাণহানির ঘটনার পরও দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং তার আশেপাশে অভিযান অব্যাহত রেখেছে তারা। শনিবার গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন