বিজ্ঞাপন

ক্যাম্প থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

June 16, 2024 | 1:18 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে আরসার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ জুন) রাতে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. খাইরুল আমিন (৩৬) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে ক্যাম্পে নিজের ঘরের সামনে থেকে সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পটির মোছারখোলা বাঙ্গালি পাড়ায় নিয়ে তাকে কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। এরপর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করেছে।

তিনি আরও জানান, কিছুদিন আগেও খাইরুল আমিন সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ছিলেন। সম্প্রতি তিনি রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরএসওতে যোগ দিয়েছেন। পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন