বিজ্ঞাপন

চাঁদাবাজির মামলায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

June 5, 2018 | 5:31 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ কর্মকর্তা ও একজন আনসার সদস্যের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্ত করিয়ে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে পুলিশের তিন কর্মকর্তাসহ অপর একজন অনসারের বিরুদ্ধে চা-এর দোকানি মাকসুদা বেগম (৪৭) চাদাবাজির মামলাটি দায়ের করেন। এদিন বাদীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেন।

মামলাটির অভিযুক্ত আসামিরা হলেন- রাজধানীর ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরও এক কনস্টেবল ও একজন আনসার সদস্য।

বিজ্ঞাপন

এদিকে বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব হোসেন রানা মামলাটি পরিচালনা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী মাকসুদা বেগম বারীধারার জে-ব্লকে ২০ নং রোডে চা-পান-সিগারেটের দোকানের ব্যাবসা করতেন। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে দোকান ভাঙচুর করে ৬ হাজার টাকা ক্ষতিসাধণ করেন।

এ সময় বাবুল ইসলাম রাজু ফটো সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবে সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেওয়া হবে। বাদী অসহায় হয়ে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে তারা মামলা নিতে অস্বীকার করে। তারা বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়। বাদী বাধ্য হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এঅাই/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন