বিজ্ঞাপন

মৌলভীবাজারে বন্যায় তলিয়ে গেল প্রতিবন্ধীসহ ৩, নিখোঁজ আরো ৫

June 16, 2018 | 3:10 pm

।। হৃদয় দেবনাথ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে বাবা-ছেলে ও এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এছাড়া কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় শিশুসহ আরো ৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৬ জুন) দুপুরে উপজেলার নয়াগাঁও ও শিংলাউড়ি গ্রাম থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২৪) এবং শমসেরনগর ইউনিয়নের শিংড়াউলি গ্রামের জামাল মিয়া (৪০)। জামাল মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসী।

বিজ্ঞাপন

তারা জানান, শুক্রবার (১৫ জুন) রাতে বাড়ির পাশ থেকে সাত্তার মিয়া ও তার ছেলে আব্দুল করিম বন্যার ঢলে তলিয়ে যান। আজ (শনিবার) দুপুরে উপজেলার নয়াগাঁও এলাকার আনুশাহ (র.) এর মাজারের পাশে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এদিন সকালে ধলাই নদের ঢলে নিখোঁজ হন প্রতিবন্ধী জামাল মিয়া। দুপুরে উপজেলার শিংলাউড়ি এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে কুলাউড়া ও রাজনগরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। সব মিলিয়ে এ পর্যন্ত বন্যায় মারা গেলেন পাঁচজন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন